parbattanews

খাগড়াছড়িতে হত্যা মামলায় এনামুল হককে যাবজ্জীবন ও অর্থদন্ড দিয়েছে জেলা ও জজ আদালত

খাগড়াছড়িতে মোটরসাইকেল কিনে দেওয়ার নামে টাকা লুট করে আনোয়ার হোসেন নামে একজনকে হত্যার দায়ে এনামুল হককে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪ সালের ২৭ অক্টোবর ব্যবহৃত মেটরসাইকেল কিনে দেয়ার কথা বলে খাগড়াছড়ির গুইমারা থেকে আনোয়ার হোসেনকে চট্টগ্রামের বারৈয়ারহাটে নিয়ে যায় দণ্ডপ্রাপ্ত এনামুল হক। আনোয়ারের কাছে থাকা ১ লক্ষ ১০ হাজার টাকা লুট করে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে এনামুল হককে আসামি করে গুইমারা থানায় মামলা করে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর চার্জশীট দেয়ার পর রাষ্ট্রপক্ষ ১০ জনের সাক্ষী গ্রহণ করে। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

Exit mobile version