parbattanews

খাগড়াছড়িতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অবস্থান ও বিক্ষোভ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শনিবার (২৩ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পৌর এলাকার শাপলা চত্বরে আয়োজিত কর্মসূচীতে বক্তারা রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি না করে দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার প্রতিমা, মন্দির, হিন্দুদের বাড়ী-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ , ধর্ষন ও হত্যার সাথে প্রকৃত জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানান।কর্মসূচীতে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

গণ অবস্থান ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক সজল বরন সেন, সদস্য সচিব তাপন ত্রিপুরা, গীতা সংঘ ত্রিপুরা সনাতনী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্পন বিকাশ ত্রিপুরা, সনাতন সমাজ কল্যান পরিষদের সদর সভাপতি সুজিত দাশ ও জাগো হিন্দু পরিষদের আহবায়ক তুষার ধর।

Exit mobile version