parbattanews

খাগড়াছড়িতে ১’শ টাকায় পুলিশে চাকুরি

খাগড়াছড়িতে ১’শ টাকায় পুলিশে চাকুরি পেয়েছেন ১৩ জন বেকার যুবক ও যুবা। শারীরিক, লিখিত, মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার পর বৃহস্পতিবার রাতে পুলিশ লাইন্সে এই ফলাফল প্রকাশ করেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।

“সরকারি চাকরীর প্রত্যাশায় শিক্ষিত বেকার যুবকরা যখন ঘুরে বেড়াচ্ছে দেশের এই প্রান্ত থেকে অন্য প্রাপ্ত সে সময় খাগড়াছড়িতে স্বচ্ছতার ভিত্তিতে শুধুমাত্র ১শ টাকায় ব্যাংক ড্রাফটে বাংলাদেশ পুলিশের চাকুরীতে সুযোগ পেয়ে উচ্ছসিত চাকুরী প্রত্যাশীরা।

এ সময় পুলিশ সুপার আবদুল আজিজ বলেন, সদ্য নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করাসহ জনমুখী কাজে নিজেদের আত্মনিয়োগের অনরোধ জানান।

তিনি বলেন, পুলিশ সদস্যরা তাদের সেবার মান বৃদ্ধির মানসিকতা মানুষের কল্যাণে কাজ করলে এগিয়ে যাবে দেশ।

পুলিশ সুপার আবদুল আজিজ জানান, শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি শ্লোগানে পথচলা বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ/নারী) পদে নিয়োগ পরীক্ষা’২০২১-এ ৪শ ৮৬ জন অনলাইনে আবেদন করেন। মাঠ পর্যায় থেকে ১শ ৮৪ জন লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন। তার মধ্য থেকে ৩৯ জন পাস করেন। তীব্র প্রতিযোগিতাপূর্ণ মৌখিক পরীক্ষায় ১৩ জন উত্তীর্ণ হন।

Exit mobile version