parbattanews

খাগড়াছড়িতে ১০টি রামদা উদ্ধার, তিন পুত্রসহ সাবেক কাউন্সিলর আটক

24.02

সিনিয়র রিপোর্টার:

খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় সাবেক কাউন্সিলর মো. ইসলাম উদ্দীনের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দেশিয় তৈরি ১০টি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসলাম উদ্দীনসহ তার তিন ছেলেকে আটক করেছে পুলিশ।

অন্য আটককৃতরা হলেন, সাবেক কাউন্সিলর মো. ইসলাম উদ্দীনের ছেলে মো. সুমন (২০), মো. সোহেল (২০) ও মো. কামাল (১৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে জেলা সদরের শালবন এলাকায় সাবেক কাউন্সিলর মো. ইসলাম উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তায় মোড়ানো ১০টি দেশিয় তৈরি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সাবেক কাউন্সিলর ও তার তিন ছেলেকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কোন মামলা দায়ের করা হয়নি জানিয়ে তিনি বলেন, আটককৃতরা আপাতত: পুলিশি হেফাজতে আছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এদিকে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. সামছুদ্দীন ভূঁইয়া জানান, আটককৃতরা সকলেই একাধিক মামলার পলাতক আসামি।

Exit mobile version