parbattanews

খাগড়াছড়িতে ২টি গ্রন্থের পাঠ উন্মোচন

‘বৌদ্ধ ধর্মে নারীর অবদান’ ও ‘সীমানা পেরিয়ে’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, পাহাড়ে সাহিত্য চর্চা বেড়েছে বলেই সম্প্রীতি বেড়েছে। তিনি পাহাড়ে সাহিত্য প্রসারে সাপ্তাহিক বনভূমির অগ্রণী ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন।

তিনি বৃহস্পতিবার (১৬ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে বেগম রোকেয়া পদক প্রাপ্ত লেখক শোভা ত্রিপুরা’র ‘বৌদ্ধ ধর্মে নারীর অবদান’ এবং ‘সীমানা পেরিয়ে’ দুটি গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পাহাড়ের লেখক শোভা ত্রিপুরা বেগম রোকেয়া পদক এবং তাঁর স্বামী মংছেনচীং মংছিন নিজেও একজন ‘একুশে পদক’ জয়ী।

অনুষ্ঠানে প্রফেসর ড. বোধিসত্ব দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, অংসাই মারমা, মথুরা বিকাশ ত্রিপুরা ও চিংলামং চৌধুরীসহ সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সাহিত্য ও বই অনুরাগীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version