parbattanews

খাগড়াছড়িতে ২০ মার্চ থেকে শুরু হবে টিসিবি’র পন্য বিতরণ

আগামী ২০ মার্চ থেকে খাগড়াছড়ি সদর উপজেলায় টিসিবি’র পন্য বিতরণ শুরু হবে। এবার বিশেষ কার্ডের মাধ্যমে চলবে বিতরণ কার্যক্রম। ইতিমধ্যে কার্ড তৈরীর কাজ শেষ হয়েছে। তবে খাগড়াছড়ি পৌর কর্তৃপক্ষ কবে নাগাদ শুরু করতে পারবে নিশ্চিত করতে পারেনি।

জেলা সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা সদরের ৫ ইউপিতে ৮ হাজার ৫শ’ ৯০ জনের তালিকা করা হয়েছে। সেই অনুযায়ী টিসিবি’র পণ্য নিতে পারবেন কার্ডধারীরা। খুব শীঘ্রই সুবিধাভোগীদের হাতে বিশেষ কার্ড তুলে দেয়া হবে। মূলত টিসিবি’র পণ্য নিতে নেয়ার সময় শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন জানান, প্রথম পর্যায়ে সদর, গোলাবাড়ি, পেরাছড়া, কমলছড়ি ও ভাইবোনছড়াসহ পাঁচ ইউনিয়নে এ কার্যক্রম চলবে। ট্রাকসেল কার্যক্রমে প্রতিজন কার্ডধারীকে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা করে ২ কেজি মশুর ডাল, ১১০ টাকা করে ২ কেজি সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হবে।

নির্ধারিত দরের বাইরে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ইউএনও।

ডিলার ব্যতীত টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় দন্ডনীয় অপরাধ বলে সতর্ক করা হয়েছে। এদিকে, পৌর এলাকায় কবে নাগাদ ট্রাকসেল কার্যক্রম শুরু করা হবে তা নিশ্চিত করতে পারেনি খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষ। তবে তালিকা তৈরীর কাজ চলছে।

Exit mobile version