parbattanews

খাগড়াছড়িতে ২৪ ঘন্টায় করোনায় আরও ১৩ জন আক্রান্ত

খাগড়াছড়িতে ২৪ ঘন্টায় করোনায় আরও ১৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত সকলে জেলা সদরের বাসিন্দা এ নিয়ে গত দুই দিনে নতুন করে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। স্বাস্থ্য বিভাগের দাবি স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৩ জন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাস জানান, এখন পর্যন্ত জেলায় ৬ হাজার ১শ ৮২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৯৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বর্তমানে জেলায় ৭৮ জন ছাড়া বাকী সবাই সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা অবহেলা দেখা যাচ্ছে। সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। এতে করে করোনা আক্রান্ত কমানো সম্ভব হবে।

Exit mobile version