parbattanews

খাগড়াছড়িতে ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ির মহালছড়িতে একটি পিসি গার্ডার ব্রিজসহ প্রায় ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(১৬ সেপ্টেম্বর) মহালছড়ি-লংগদু সড়কে চেঙ্গীনদীর উপর ৯৬ ফুট দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এছাড়াও ৭ কিলোমিটার দীর্ঘ দু’টি সড়ক এবং মহালছড়ি সরকারি কলেজের একটি নতুন ভবনের উদ্বোধন করেন করেন তিনি।

এদিকে দুপুরে মহালছড়ি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ি জেলা পনিষদ সদস্য কল্যান মিত্র বড়–য়া,এডভোকেট আশুতোষ চাকমা, মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন, ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

Exit mobile version