parbattanews

খাগড়াছড়িতে ৩ দিনেও খোঁজ মেলেনি পিতা-পুত্রসহ চাকমা সম্প্রদায়ের অপহৃত ৩ জনের

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে পিতাপুত্রসহ ৩জনকে অপহরণের খবর পাওয়া গেছে। কিন্তু ঘটনার তিন দিন পার হলেও এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। গত রবিবার বিকালে খাগড়াছড়ি  জেলা সদরের কমলছড়ি এলাকা থেকে বাবা-ছেলেসহ ৩জনকে অপহরণের অভিযোগ উঠে।

অপহৃতরা হচ্ছে, কমলছড়ির সাজেক পাড়া এলাকার বিদ্যুৎ বরণ চাকমা (৬০), তার ছেলে রিপন চাকমা (২৮) ও একই গ্রামের বিমল চাকমার ছেলে ভূবন মোহন চাকমা (৪০)।

প্রসীতের ইউপিডিএফ’র দাবি গত রোববার (২২ এপ্রিল) বিকাল ৩টার দিকে তাদের নিজ বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়।

ইউপিডিএফ-(প্রসীত) গ্রুপের  খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক ও কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা এক বিবৃতিতে বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার জন্য জেএসএস(এমএন) গ্রুপকে দায়ী অবিলম্বে তাদের অক্ষত অবস্থায় মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তবে জেএসএস(এমএন) গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগ এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাপ্রু মারমা বলেন, এলাকার খবর নেওয়া হয়েছে। তবে ঘটনা সত্যতা কেউ স্বীকার করেনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, এ ধরনের কোন খবর পুলিশের কাছে নেই। কেউ অভিযোগও করেনি।

Exit mobile version