খাগড়াছড়িতে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

fec-image

খাগড়াছড়িতে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি কর্মচারীরা। শনিবার( ১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের

সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, জাতীয় বেতন স্কেলের ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবি তুলে ধরেন। বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি। যার ফলে কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে হিমশিম খেতে হচ্ছে।
অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শতভাগ গ্রাচ্যুইটি নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন ও সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণের দাবি জানান।

মানববন্ধনে সংগঠনের আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব আব্দুল হান্নান লিটনসহ অনেকে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্মচারী, খাগড়াছড়ি, মানববন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন