parbattanews

খাগড়াছড়িতে ৯৫৪টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ

“পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের উপকারভোগীদেরর মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরের দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাস্থ বাটনাতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯৫৪টি পরিবারের মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব ও সদস্য বাস্তবায়ন কমিটির সদস্য মো. হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এছাড়া খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, মাঈন উদ্দিন, মানিছকছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাটনাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিমসহ অন্যান্য উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

মানিকছড়িতে ৯৫৪টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ

Exit mobile version