parbattanews

খাগড়াছড়িতে ৯ দিনে ৩৭ ডেঙ্গু রোগী

ফাইল ছবি

প্রতিদিনই খাগড়াছড়িতে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরো ৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ৯ দিনে সদর হাসপাতালে ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হলো। হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছে ডাক্তাররা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নয়ন ময় ত্রিপুরা জানান, ৯ দিনের ব্যাবধানে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৭ রোগী। সনাক্তদের মধ্যে ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৪ ডেঙ্গু রোগী। গুরতর অসুস্থ অজয় সাহা নামে এক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে ডেঙ্গু শনাক্তের কিট সংকটের কারণে রোগী ও স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছে। যার সুযোগ নিচ্ছে বেসরকারি ক্লিনিক মালিকরা।

Exit mobile version