parbattanews

খাগড়াছড়ির অরণ্য কুটিরে ১৬তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাস্থ শান্তিপুর অরণ্য কুটিরে ১৬তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা দেশ জাতি তথা সকলের হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ভিক্ষুদের নিকট বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান, স্বধর্ম দেশনা ও শ্রবণ করেন।

এছাড়াও গতকাল (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে তৈরি করা কঠিন চীবরটি বিকেলে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দান করেন। এ অনুষ্ঠানে অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত ভান্তে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে স্বধর্ম দেশনা ও কঠিন চীবর দানের মাহাত্ম্য উপস্থাপন করেন

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বান্দরবান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, বাংলাদেশ কৃষকলীগ’র কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ রাখাইন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, শান্তিপুর অরণ্য কুটিরের উন্নয়ন কমিটির সহ-সভাপতি অসেতু চাকমা, পানছড়ি সদর উপজেলার সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

Exit mobile version