parbattanews

খাগড়াছড়ির কমলছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

Khagrachari-Picture_therepoসিনিয়র স্টাফ রিপোর্টার :

নানা আয়োজন আর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালিত হয়েছে।

শুক্রবার সকালে কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি জিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারমান চাইথো অং মারমা,  খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ বক্তব্য রাখেন।

বর্তমানে মেক্সিস্কোর রাষ্ট্রদূত সৌমিত্র চাকমা ও তার ছোট ভাই বৃটেনের এক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ভৌমিত্র চাকমা  কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই ছাত্র।

প্রসঙ্গত, জেলা সদরের কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১৫ সালে স্থাপিত হয়। শত বছরের ব্যবধানে এ প্রতিষ্ঠানের পাস করা শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল-কলেজ ও দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

Exit mobile version