parbattanews

খাগড়াছড়ির গুইমারায় সীমান্ত সুরক্ষায় আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা

Khagrachari Pic 01 (4) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেকট্রনিক গেজেটের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলার ২৩ বিজিবি গুইমারা সেক্টর হাসপাতালের হলরুমে কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সীমান্ত সুরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগপোযুগী করতে বিজিবি’র ভিশন ২০৪১’র আওতায় সীমান্তে কাঁটাতারের বেড়া, সড়ক ব্যবস্থা নির্মাণ, স্যাটেলাইট ব্যবহার, বিভিন্ন ডিটেক্টর, সিসি ক্যামেরা স্থাপন, বর্ডার সিকিউরিটি রোবট সহ উন্নত প্রযুক্তির গেজেট ব্যবহারের সুবিধার উপর আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিবি’র দক্ষিণ পূর্ব রিজিয়নের অধিনায়ক ব্রি. জেনারেল মোহাম্মদ আল মাসুম। কর্শশালায় বিভিন্ন প্রযুক্তি সর্ম্পকে ধারণা দেন এমআইএসটি’র জ্যেষ্ঠ প্রশিক্ষক কর্ণেল মোল্লা মো. জুবায়ের, চুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, সহকারী অধ্যাপক ড. মো. আজাদ হোসেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বিজিবি খাগড়াছড়ি সেক্টরের অধিনায়ক কর্ণেল মো. মতিউর রহমান, গুইমারা সেক্টরের অধিনায়ক কর্ণেল জাবেদ সুলতান, ডিজিএফআই খাগড়াছড়ি’র অধিনায়ক মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ডেট কমান্ডার লে. কর্ণেল সরদার আলী হায়দার. সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. গোলাম রাব্বি, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে, কর্ণেল  মো. মিজানুর রহমান, মাটিরাঙা জোন কমান্ডার, লে, কর্ণেল কাজী শামশের উদ্দিন, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এমএম সালাউদ্দিনসহ বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়নের আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়ন অধিনায়ক, সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version