parbattanews

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে যুব সমিতির সদস্য নিহত

443234255

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের তাজটিলা নামক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপ সমর্থিত যুব সমিতির সদস্য মিটন চাকমা (৩২)। আজ সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মেরুং রাবার বাগান থেকে ১ কিলোমিটার দুরবর্তী তাজটিলা এলাকায় মটর সাইকেল চালানো অবস্থায় মিটন চাকমার ওপর অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি চালায়। এতে তার মাথায় ৩/৪টি গুলি লাগে। ঘটনাস্থলেই প্রান হারায়। জানা যায়, মিটন চাকমা সখের বশে মটর সাইকেল চালানো শিখছিল। তার বাড়ী পূর্নচন্দ্র কার্বারী পাড়ায়।

স্থানীয়রা জানিয়েছে, প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়ে থাকতে পারে।
দীঘনালা থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন টিটু জানান, নিহতের শরীরে ৪ থেকে ৫টি বুলেটের চিহৃ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
যুব সমিতির দীঘিনালা শাখার সভাপতি সমীর চাকমা ঘটনার জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

অবশ্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা হত্যাকান্ডের অভিযোগ অস্বীকার করেছেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্বারের জন্য ঘটনাস্থলে গেছেন।

Exit mobile version