parbattanews

খাগড়াছড়ির পানছড়িতে দুই পাহাড়ি সংগঠনের মধ্যে দুই ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়িতে বিবদমান দুই পাহাড়ি সংগঠনের মধ্যে প্রায় দুই ঘন্টা ব্যাপী বন্দুক যদ্ধে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২এপ্রিল) সকাল ৮টা থেকে এ বন্দুক যুদ্ধে ঘটনা ঘটে।

তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ(প্রসীত) ও জেএসএস (এমএন) গ্রুপের মধ্যে এ বন্দুক যুদ্ধ হয় বলে এলাকাবাসী দাবী করলেও কোন পক্ষই তা স্বীকার করেনি।

এদিকে বৈসাবি উৎসবের মধ্যে দুই পাহাড়ি সংগঠনের মধ্যে সংঘাত সংর্ষের ঘটনায় সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করা শর্তে জানান, সকাল ৮টার দিকে পানছড়ি উপজেলা লতিবান ইউনিয়নের বিধান চন্দ্র কার্বারী পাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। চলে প্রায় সকাল ১০ টা পর্যন্ত।

এ সময় দুই পক্ষের মধ্যে শত শত রাউন্ড গুলি বিনিময় হয়। স্থানীয়দের মতে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ(প্রসীত) ও জেএসএস(এমএন) গ্রুপের মধ্যে এ বন্দুক যুদ্ধ হয়। তবে দুই পক্ষই বিষয়টি জানা নেই বলে জানিয়েছে।

জেএসএস (এমএন) গ্রুপের কেন্দ্রীয় নেতা সুধাকর ত্রিপুরা এ ধরনের কোন ঘটনা তার জানা নেই দাবী করে বলেন, পরিস্থিতি ভালো না। কখনো কোথায় কি হয়, বলা মুশকিল।

অপর দিকে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের কেন্দ্রীয় গণমাধ্যম শাখার প্রধান নিরণ চাকমা বলেন, আমি খাগড়াছড়ির বাইরে আছি। আমার কাছে এ ধরনের কোন তথ্য নেই।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আলী আহমেদ খান বলেন, খবর পেয়েছি। সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।

 

Exit mobile version