parbattanews

খাগড়াছড়ির পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে চার পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সংবর্ধনা দেয়া হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার নাইমুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানে এপিবিএন’র কমান্ড্যান্ট পরিতোষ ঘোষ ও ৭ এপিবিএন’র অধিনায়ক খোন্দকার ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‌‌‌‌১৯৭০ এর নির্বাচনের পর বাঙালি পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর নির্দেশে চলতে শুরু করেছিল। তা আঁচ করতে পেরে পাকিস্তানিরা প্রথম আক্রমণ করে পুলিশ সদস্যদের ওপর। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি পুলিশ সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। আজ তাদের আত্মত্যাগে গর্বিত বাংলাদেশ পুলিশ।’

Exit mobile version