parbattanews

খাগড়াছড়ির পৌরসভা নির্বাচনে মাঠ সমান করছেনা প্রশাসন : অভিযোগ স্থানীয় বিএনপির

বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে সব প্রার্থীর জন্য মাঠ সমান নয়। কতিপয় প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে সবার জন্য সমান মাঠ তৈরি করতে ব্যর্থ হলে বিএনপি কঠিন জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রবিবার (১০ জানুয়ারি) বিকালে বিএনপির মেয়র প্রার্থীর সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান ও সাংগঠনিক সম্পাদক হৃদয় নুরু।

এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলকে কলাবাগান এলাকায় জনসংযোগ করেন।

ভয়কে জয় করে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, খাগড়াছড়ি পৌরসভায় বিএনপির প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version