খাগড়াছড়ির প্রাচীনতম য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ আর নেই

fec-image

খাগড়াছড়ি জেলা সদরের প্রাচীনতম য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আওয়াইংসা মহাথের আর নেই।

তিনি শুক্রবার(১০ জুলাই) রাত ১১ টা ৫৫ মিনিটে পরলোক গমন করেন।

বিহার সূত্রে জানা গেছে, ভদন্ত আওয়াইংসা মহাথের ২০১৩ সাল থেকে য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ্য ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার অসুস্থ্যতা বেড়ে গেলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়।

রাত ১১টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে যান সবার প্রিয় য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আওয়াইংসা মহাথের।

হৃদরোগে আক্রান্ত হয়ে য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আওয়াইংসা মহাথের মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪২ বছর। আর ভিক্ষুকাল ২২ বছর।

য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আওয়াইংসা মহাথের-এর অকাল মৃত্যুতে বুদ্ধ সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, য়ংড বৌদ্ধ বিহার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন