parbattanews

খাগড়াছড়ির প্রয়াত সার্কেল চীফ মং প্রু সেইনে-কে মরণোত্তর সম্মাননা প্রদান

 

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

মহান মুক্তিযুদ্ধে বিরল অবদানে স্বীকৃতি হিসেবে খাগড়াছড়ি সার্কেল চীফ মং রাজা বীর মুক্তিযোদ্ধা মং প্রু সেইনে-কে মরণোত্তর সম্মাননা দিয়েছে খাগড়াছড়ি সেনাবাহিনী।

শনিবার (৩১মার্চ) দুপুরে স্থানীয় টাউন হলে খাগড়াছড়ি সেনা রিজিয়ন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মং প্রু সেইন সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রবর্তন অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

পার্বত্য টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান খাগড়াছড়ির মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন। একই অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এলাকার আরো ৬ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান এবং এসএসসি ও জেএসসি’র ৪০ কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাম মাহমুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম,পুলিশ সুপার আলী আহমদ খান ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ, গত ২৬ মার্চ বাংলাভিশনের “মুক্তিযুদ্ধে খাগড়াছড়ির মং সার্কেল চীফ মং প্রু সেইনের বিরল অবদানঅস্বীকৃতই রয়ে গেল ইতিহাসের কাঠগড়ায়” শীর্ষক প্রতিবেদন প্রচারিত হয়েছিল।

 

Exit mobile version