parbattanews

খাগড়াছড়ির বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে একযোগে দেখানো হলো প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

2-copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে একযোগে দেখানো হলো প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও কনফারেন্সের ভাষনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কথা বলেন।

এ সময় তিন পার্বত্য জেলার পক্ষে বান্দবান জেলা থেকে পাহাড়ের বিভিন্ন সমস্যার কথা শুনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগটি খাগড়াছড়ির বিভিন্ন জেলা উপজেলার প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দেখার সুব্যবস্থা করা হয়। সকালে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে বড় পর্দায় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখানো হয়। এতে বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের জনসাধারন অংশগ্রহন করেন।

এছাড়াও গুইমারা কলেজ, গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখানোর আয়োজন করা হয়।

Exit mobile version