parbattanews

খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, পার্বত্যনিউজ :

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন মহালছড়ি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি বার্ষিক সম্মেলন আজ মহালছড়ি উপজেলা বিএনপি‘র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনকে ঘিরে পুরো মহালছড়ি সদর এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। দলীয় প্রধান বেগম খালেদা জিয়াসহ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার রংবেরংয়ের পোষ্টার, ব্যানার, ফেষ্টুনে ছেয়ে যায় দলীয় কার্যালয়ের আশ পাশের এলাকা।

সকাল ১১টার দিক জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহালছড়ি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: ফারুক হোসেন। মহালছড়ি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে মহালছড়ি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সমেশ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: জহিরুল হক, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো: আব্দুল সাত্তার মেম্বার।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সিনিয়র সহ- সভাপতি বাবু ওবাহেন রাখাইন, উপজেলা বাস্তুহারা দলের সভাপতি মো: নুরুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, মহালছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মো: খালেদ মাসুদ সাগর ও মহালছড়ি সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহালছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: আবদুল মান্নান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে মো: সমেশ আলী-কে সভাপতি, মো: নুর আলম-কে সাধারণ সম্পাদক ও মো: নুর নবী-কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্টি মহালছড়ি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা করা হয়।

সম্মেলনে বক্তারা পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষা করে খাগড়াছড়িকে আবারো উন্নয়নের ধারায় যুক্ত করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ওয়াদুদ ভুইয়া-কে নির্বাচিত করতে এখন থেকেই তৃণমুল পর্যায়ে কাজ করার আহবান জানান। তারা আধুনিক খাগড়াছড়ির রূপকার ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে দলের সকল কর্মসুচীতে অংশগ্রহণের পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নির্দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Exit mobile version