parbattanews

খাগড়াছড়ির মানিকছড়ির শতাধিক মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদান

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিশিষ্ট মারমা সম্প্রদায়ের নেতা মংসাইপ্রু চৌধুরীর নেতৃত্বে শতাধিক মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের বিএনপিতে যোগ দিয়েছে।

রবিবার (৯ জানুয়ারি ) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে এ বিপুল সংখ্যক মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপিতে যোগ দেন।

দলে নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে অশান্তির বীজ বপন হয়েছিল ১৯৭২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানে উপজাতীয়দের বাঙালি বানানোর মধ্য দিয়ে। যে অশান্তির আগুনে পার্বত্য চট্টগ্রামের মানুষ দুই দশক পুড়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, দলে নবাগত মংসাইপ্রু চৌধুরী ও সাবেক পৌর কাউন্সিল মংসাথোয়াই চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুর বর রাজা, খনি রঞ্জন ত্রিপুরা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version