parbattanews

খাগড়াছড়ির রামগড়ে শিক্ষক ও ডাক্তার পোস্টিংয়ের দাবীতে মানববন্ধন,স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার রামগড় সরকারী কলেজ ও সরকারী উচ্চ বিদ্যালয়ে শুন্যপদে শিক্ষক পদায়ন,৫০ শষ্যার নব নির্মিত হাসপাতাল চালু, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার পোস্টিংসহ চার দফা দাবীতে খাগড়াছড়ি জেলার রামগড়ে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও এলাকার ছাত্র ছাত্রীরা।

আজ  রবিবার সকাল ১১টায় রামগড় বাজারে অনুষ্ঠিত আধ ঘন্টার এ  মানববন্ধন কর্মসুচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশগ্রহন করেন।
 এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র জসিম উদ্দিন চৌধুরী, ফারুক আহমেদ, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, কলেজ ছাত্রছাত্রীদের পক্ষে দেলোয়ার হোসেন, স্কুল ছাত্রদের পক্ষে সাইদুজ্জামান জেহাদ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
উলে¬খ্য যে,রামগড় সরকারী কলেজে ৮শ ৫০ জন ছাত্র ছাত্রী থাকলেও ২১জন শিক্ষকের স্থলে কর্মরত আছেন ৬ জন, অন্যদিকে সরকারী উচ্চ বিদ্যালয়ে ২৬ শিক্ষকের স্থলে ১২টি পদ শুন্য থাকায় শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

Exit mobile version