parbattanews

খাগড়াছড়ির লক্ষ্ণীছড়িতে বন্দুকযুদ্ধ, আহত ৩

2304131366718165Untitled-3
মো. মোবারক হোসেন, লক্ষ্ণীছড়ি :
খাগড়াছড়ির লক্ষ্ণীছড়ি উপজেলার ভারত সীমান্তঘেঁষা বিনাছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)- ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে ৬ টার দিকে প্রায় এক ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
সূত্র জানায়, দুইটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এ বন্দুকযুদ্ধে অত্র এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। দুই দলের বন্দুক যুদ্ধে নিরীহ গ্রামবাসী একই পরিবারের তিনজন আহত হয়। আহতরা হলেন, সুক্রিপ্রু মারমা (২৩), লেনোচিং মারমা (৪) ও অমা মারমা (২৪)।
পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনা টহল গিয়ে ৭০ রাউন্ড খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 
লক্ষ্ণীছড়ি থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে খাগড়াছড়ির ইউপিডিএফ‘র মুখপাত্র নিরন চাকমা বন্দুক যুদ্ধে ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ঐ এলাকার জেএসএস‘র আভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলি হয়েছে। অপরদিকে জেএসএস‘র কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
Exit mobile version