parbattanews

খাগড়াছড়ির ৫ ইউনিয়নে ২১০ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচন

খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন তৃতীয় ধাপ ইউপি নির্বাচনে উৎসব মূখর পরিবেশে খাগড়াছড়ি সদর উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।বৃহস্পতিবার সদর উপজেলার রির্টানিং অফিসারের কার্যালয়ে খাগড়াছড়ি সদরের ২৬ চেয়ারম্যানসহ মোট ২১০ জনকে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, সংরক্ষিত নারী আসনে ৪১ জন এবং সাধারণ সদস্য পদে ১৪৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে।

জানা যায়, ১নং খাগড়াছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত নারী আসনে ৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৭ জন। ২নং কমলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন সংরক্ষিত নারী আসনে ৯ জন, সাধারণ সদস্য ৩০ জন।

৩নং গোলাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন। ৪নং পেরাছড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩ জন সংরক্ষিত নারী আসনে ৯ জন, সাধারণ সদস্য ২১ জন। ৫নং ভাইবোনছাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতীক পেয়ে বিজয়ের লড়াইয়ে মাঠে নেমেছে।

Exit mobile version