খাগড়াছড়ির ৮ উপজেলার চেয়ারম্যানসহ নির্বাচিত ২৪ প্রতিনিধি শপথ নিলেন


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির আট উপজেলা পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা শপথ দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল ) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্য্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

এরা হলে, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ থেকে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো: শানে আলম, রামগড়ের বিশ্ব প্রদীপ ত্রিপুরা, মানিকছড়ির মো. জয়নাল আবেদীন, লক্ষীছড়ির বাবুল চৌধুরী, দীঘিনালার হাজী মো. কাশেম, মাটিরাঙ্গার মো. রফিকুল ইসলাম, মহালছড়ির (জেএসএ এমএন লারমা)’র বিমল কান্তি চাকমা ও পানছড়িতে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত প্রার্থী শান্তি জীবন চাকমা।

এ সময় স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম,বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম ও রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদসহ বিভিন্ন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

একই দিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান খাগড়াছড়ির আট উপজেলা পরিষদ থেকে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এরা হলেন.দীঘিনালায় ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল,মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে ভাইস মো. আকতার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিউসা মগ, মাটিরাঙায় ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম, মহলছড়িতে ভাইস চেয়ারম্যান মো.জসীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, রামগড়ের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, মানিকছড়িতে ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী,লক্ষীছড়িতে ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দীপান্তর, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, পানছড়িতে ভাইস চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। গত ১৮ই মার্চ পঞ্চম উপজেলা পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন