parbattanews

খাগড়াছড়ি আসনে পাঁচ প্রার্থীর  মাঝে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ হয়েছে।

সোমবার(১০ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এ প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি(নৌকা) বিএনপির প্রার্থী মো. শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ(ধানের শীষ) জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ(লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার গাজী(হাতপাখা)। তবে প্রার্থী কিংবা প্রতিনিধি উপস্থিত না থাকায়  আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট  (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমাকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, প্রার্থী না আসলে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে নতুন কুমার চাকমাকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Exit mobile version