parbattanews

খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের মাজার খানকা প্রতিনিধি সম্মেলন

https://mail-attachment.googleusercontent.com/attachment/?ui=2&ik=189bda043a&view=att&th=141e51c7701e3081&attid=0.1&disp=inline&realattid=file0&safe=1&zw&saduie=AG9B_P9IBagWPJpy7aRKXzWJg_jG&sadet=1382537160672&sads=ALxlJqnv0v_y-Zj0lNKCeySm-to

দুলাল হোসেন,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাজার খানকা পরিচালনাকারীদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল এগারটায় ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) খাগড়াছড়ি উপ-পরিচালক একেএম জিয়াউল হক। অন্য অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইফার সহকারী প্রকল্প পরিচালক জাকির হোসেন। প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের আনসারী। সম্মেলনে জেলার আটটি উপজেলার মসজিদের ইমাম, খানকা ও মাজারের পরিচালকগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইমামদের মাঝে সকল ভেদাভেদ ও হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে ইসলাম প্রচারের কাজ করে যেতে হবে। আর ইসলাম ধর্ম প্রচারের সুবিধার জন্যে বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। 

Exit mobile version