parbattanews

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ স্থগিত

pbt

ডেস্ক নিউজ:

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ডাকা খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আগামীকালের  অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ স্থগিত করা হয়েছে। একই দিনে জামায়াতে ইসলামীর হরতাল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বিবেচনা করে এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক উমেশ চাকমার পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিসিপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামীকাল ১৪ মে ২০১৩, মঙ্গলবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ঘোষিত অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি বিশেষ বিবেচনায় স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা পিসিপি নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এ হামলায় পিসিপি’র ৪ জন গুরুতর জখমসহ ৬ নেতা-কর্মী আহত হয়। এর প্রতিবাদে গতকাল রবিবার খাগড়াছড়িতে এক প্রতিবাদ সমাবেশ থেকে উক্ত সড়ক ও নৌপথ  অবরোধের ডাক দেয়া হয়।

Exit mobile version