parbattanews

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় শিক্ষা প্রতিষ্ঠানটির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার মো. হামিদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার মো. হামিদুল হক বলেন, সুন্দর জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি সুপ্ত মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চা দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ। শৃংখলা মেনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও ভালো ফলাফলে মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজর আপেল মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো. আরাফাত হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকসহ স্থানীয় সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সাংস্কৃতি অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা।

Exit mobile version