parbattanews

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট’র বার্ষিক হাইকিং ও সচেতনামূলক ক্যাম্পিং

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট কর্তৃক বার্ষিক হাইকিং ও সচেতনামূলক ক্যাম্পিং সম্পূর্ণ হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে সচেতনামূলক ক্যাম্পিংয়ের যাত্রা শুরু হয়।

এসময় চেংগী স্কয়ার থেকে এর আশেপাশের এলাকায় জনসারণের মাঝে করোনা বিষয়ে সচেতনতা প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।

পরে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে হাইকিং শুরু হয়। হাইকিংয়ের গন্তব্য ছিলো হোটেল ফ্লেবার ইন।

পাহাড়-পর্বত পেরিয়ে ২ কিলোমিটার হাইকিং শেষ করে একটি পাহাড়ের উপত্যকায় ক্যাম্প স্থাপন করা হয়। এ রোভার হাইকিংয়ে ৩০ জন অংশগ্রহণ করে। এসময় তাবুঁকলা, বেসিক ক্লাস, ইনোভেটিভ কাজ, দলগত কাজসহ বিভিন্ন কার্যক্রম শেষে হাইকিং সম্পন্ন করা হয়।

পুরো হাইকিং পরিচালনায় ছিলেন আরএসএল, কেসিপিএসসি রোভার গ্রুপ রফিকুল ইসলাম। গ্রুপ লিডার তিয্য চাকমার ম্যাফেকিং উপদল প্রথম স্থান অধিকার করে। এ গ্রুপের অন্য সদস্যরা হলেন শাহানা হাসান সেতু, পল্পব চাকমা, রাশেদুল রায়হান, অর্ণেষ চাকমা, তাসিন ও সাচিং।

Exit mobile version