parbattanews

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণ 

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফলদ চারা / কলম বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট প্রাঙ্গণে তিনশত কৃষকের মধ্যে চারা বিতরণ করা হয়।

জেলা কৃষি কমিটির আহ্বায়ক এডভোকেট আশুতোষ চাকমার সভাপতিত্বে ফলদ চারা/কলম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা।

এসময় কুজেন্দ্রলাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকশ্রেণিকে অত্যন্ত ভালোবাসেন। তিনি বিশ্বাস করেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তিনি দেশের কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করার লক্ষে ফলদ চারা বিতরণ করা হয়েছে।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, কৃষি সম্প্রসারণ অধিদফতর খাগড়াছড়ির উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য প্রমুখ।

Exit mobile version