parbattanews

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও নগদ অনুদান প্রদান

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী গুইমারা উপজেলার যৌথ খামার জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরির্দশন করেছেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মার্মাকে সাথে নিয়ে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

এসময় নতুন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতি দেখে আন্তরিক হয়ে নগদ এক লাখ টাকা, একটি কম্পিউটার,  বিদ্যুৎ সমস্যাসহ বিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, গুইমারা সদরের মডেল উচ্চ বিদ্যালয় থেকে উপজেলার দূর্গম প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত করা বেশ কষ্টসাধ্য। ফলে গরীব পিতার সম্ভাবনাময়ী অনেক সন্তান অকালে ঝড়ে পড়ে শিক্ষা জিবন থেকে। এসব ঘটনা গুলো সবসময় তাড়া করতো উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মার্মাকে। তাই নিজ উদ্যোগে স্থানীয় ইউপি সদস্য উশ্যেপ্রু মারমাকে সাথে নিয়ে ঝড়ে পড়া রোধসহ পার্বত্য এলাকায় শিক্ষার মান প্রসারের লক্ষে ২০১৭ সালের ১ জানুয়ারিতে  ১৭ জন শিক্ষার্থী নিয়ে গড়ে তোলেন বিদ্যালয়টি। এরপর খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর র্সাবিক সহযোগিতায় চলছে বিদ্যালয়টির পাঠদান। বর্তমানে পাঁচ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে ।

Exit mobile version