parbattanews

খাগড়াছড়ি জেলা পর্যায়ে ফুটবলে চ্যাম্পিয়ন পানছড়ি উপজেলা

পানছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবলে বালক দল হিসেবে খাগড়াছড়ি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছিল উপজেলার খরান সিং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ক্ষুদে ফুটবলার হৃদয় ত্রিপুরার নেতৃত্বে দলটি দৃষ্টিন্দন খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি ষ্টেডিয়ামে জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য ফাইনালে গুইমারা উপজেলা দলকে ট্রাইব্রেকারে পরাজিত জেলা পর্যায়ে চ্যাম্পিয়নের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

খরান সিং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন জানান, বিভাগীয় পর্যায়ে আমরা ভাল ফলাফলের ব্যাপারে আশাবাদী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা জানান, খরান সিং পাড়া দলটি উপজেলার পাশাপাশি জেলাতেও দারুণ খেলা উপহার দিয়ে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের অর্থনৈতিক সহায়তা, আন্তরিকতা ও দলটিকে উৎসাহ প্রদানের কথা তিনি বার বার তুলে ধরেন।

এদিকে ৫০’তম গ্রীস্মকালীন ফুটবলে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছিল পানছড়ি উপজেলার স্বনামধন্য পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ফুটবল দল। দলীয় অধিনায়ক ফুটন্ত চাকমার নেতৃত্বে দলটি উপজেলা পর্যায়ে দারুণ খেলা উপহার দিয়ে জেলা পর্যায়েও বজায় রাখে ধারাবাহিকতা।

গত রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য খেলায় খাগড়াছড়ি সদর উপজেলার মিলিনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে পরাজিত করে জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়। বিভাগীয় পর্যায়ে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী বলে জানান দলীয় অধিনায়ক ফুটন্ত চাকমা।

আগামী ২১ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যাায়ের খেলা।

Exit mobile version