parbattanews

খাগড়াছড়ি জেলা প্রশাসকের মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবী নিয়ে তোলপাড়

 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলা নির্র্বাহী কর্মকর্তাসহ অধিনস্থ কর্মকর্তাদের কাছ থেকে টাকা দাবী করেছে। এছাড়া এক উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম্বার থেকে যুবলীগ নেতাকে ফোন দেয়ারও ঘটনা ঘটেছে। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকতে প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়ছে।

রবিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে এই অনুরোধ জানানো হয়।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়া আফরোজ জানান, শনিবার দুপুরে ডিসি স্যারের মোবাইল নাম্বার থেকে ফোন আসে। তখন আমি ধরতে পরিনি। এর কিছুক্ষন পর জানতে পারি স্যারের নাম্বার ক্লোন হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, ‘আমার সরকারি মোবাইল নাম্বার থেকে বেশ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে ফোন দিয়ে টাকা চাওয়া হয়েছে। এছাড়া এক ইউএনও’র নাম্বার থেকে যুবলীগ নেতাকে ফোন দিয়ে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক সবাইকে সতর্ক থাকতে বলেছি।

এদিকে আইনশৃঙ্খলা সভায় বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি নাম্বার ক্লোন হলে করনীয় নির্ধারন করতে বিভিন্ন কোম্পানীর অপারেটদের  সাথে বসার সিদ্ধান্ত হয়েছে।

 

Exit mobile version