parbattanews

খাগড়াছড়ি জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে পার্বত্য প্রেসক্লাবের সহায়তা

খাগড়াছড়িতে মহামারী করোনায় ভীত সন্ত্রস্ত অসহায় দুস্থ মানুষের সাহায্যার্থে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে অর্থ দিয়ে সহায়তা করেছে পার্বত্য প্রেসক্লাব নামে সাংবাদিকদের একটি সংগঠন।

২৫ এপ্রিল (শনিবার) জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের অফিস কক্ষে নগদ অর্থ তুলে দেন পার্বত্য প্রেসক্লাবের সম্পাদক মো. জুলহাস উদ্দিন ও অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় জুলহাস উদ্দিন জেলা প্রশাসককে বলেন, পার্বত্য প্রেসক্লাব সদস্যদের সঞ্চিত এ সামান্য অর্থ ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারন করলেই আমাদের শ্রম সার্থক হবে।

পার্বত্য প্রেসক্লাব সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, এটি সাংবাদিকদের একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমি এ উদ্যোগকে স্বাগত জানায়। এটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। সাংবাদিকদের এ ধরনের কার্যক্রম দেখে হয়তো অনেক বিত্তশালী দুস্থদের সাহায্যে এগিয়ে আসবেন।

জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করায় খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম পার্বত্য প্রেসক্লাবের ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

পার্বত্য প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, পার্বত্য প্রেসক্লাবের সামান্য এ অর্থ প্রদান, বিত্তশালীদের দুস্থদের মাঝে ত্রাণ সহায়তায় আরও উদ্বুদ্ধ করা। যাতে সমাজের সকলেই মানবিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে। আমরা ১৭ এপ্রিল থেকে জেলায় করোনায় ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। পার্বত্য প্রেসক্লাবের এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Exit mobile version