parbattanews

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইন সম্পাদক রতন ত্রিপুরা আটক

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ ১১টি মামলার রয়েছে দাবি পুলিশের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আগামীকালের ঘোষিত অবরোধে একটি বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল রতন ত্রিপুরা। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতিতি টের পেয়ে অন্যরা কৌশলে পালিয়ে গেলেও তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান।

এদিকে গ্রেফতারকৃত রতন ত্রিপুরার বিরুদ্ধে গাড়িতে আগুন, ভাঙচুর, পিকেটিং ও বিশৃঙ্খলার নেতৃত্বদানের অভিযোগে সদর থানাসহ একাধিক থানায় ১১টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর।

নাশকতার অভিযোগে জেলার মাটিরাঙার গুমতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইব্রাহিম মিয়া, মানিকছড়ির তিনটহরী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন ও মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রমজান আলীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে বিএনপি।

Exit mobile version