parbattanews

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সম্মেলনকে ঘিরে জেলাব্যাপী সাজ সাজ রব বিরাজ করছে। আগামী ২৬ ডিসেম্বর সাকাল ১০টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদদ ভূইয়ার বাস ভবন “ বৈঠক” বাগানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসসহ অন্তত এক জডন কেন্দ্রীয় নেত্রী উপস্থিত থাকবেন।

প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা মহিলা দলের সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে উৎসবের জনপদে পরিণত হয়েছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলন কেন্দ্রস্থলের আশপাশ।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১১ সালের ১৩ ডিসেম্বর। যার মেয়াদ শেষ হয়েছে বহু আগে। তারপরও কমিটির সভাপতিসহ কয়েকজন নেত্রী ছাড়া অধিকাংশ মহিলা দলের নেতাকর্মীর সকল কর্মসূচীতে সক্রিয় অংশ গ্রহণ ছিল। বিশেষ করে ১/১১ জরুরী সরকার থেকে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় বাইরে থাকলেও খাগড়াছড়িতে বিএনপির প্রতিটি কর্মসূচীতে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীর সরব অংশ গ্রহণ ছিল।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সম্মেলনের দিন ঘনিয়ে আসলেও ১৫১ সদস্যের কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কে হচ্ছেন তা এখনো পরিস্কার নয়। তবে মহিলা দলের রাজপথের নেত্রীদের চাওয়া, গুরুত্বপূর্ণ পদে যাতে দুর্দিনে রাজপথে ছিলেন এমন ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসুক।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সম্মেলন হবে বর্ণিল আয়োজনে। অনেক যাচাই-বাছাই করে স্বচ্ছতার মধ্য দিয়ে সম্মেলনের মাধ্যমে খাগড়াছড়ি জেলা মহিলা দলের কমিটি হবে। আমাদের অনেক যোগ্য নেতা আসে। সবাইকে তো আর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া সম্ভব না। তবে কোন অবস্থাই সুবিধাবাদীরা খাগড়াছড়ি জেলা মহিলা দলে স্থান পাবে না।

Exit mobile version