parbattanews

খাগড়াছড়ি জেলা ৩৬ ঘন্টা ধরে বিদ্যুৎ বিহিন

বিদ্যুত

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য খাগড়াছড়িতে ৩৬ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই। জেলা ৯টি উপজেলাসহ অন্ধকারে নিমজ্জিত। বিদ্যুৎ কখন আসবে তার কোন নিশ্চয়তা দিতে পারছে না স্বয়ং বিদ্যুৎ বিভাগ। রোয়ানু’র আঘাতে বিদ্যুৎ বিভাগের গ্রেড লাইনের বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় এই সমস্যা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ফটিকছড়ির ফায়ার সার্ভিস এলাকার পিছনের মেইন বিদ্যুৎ লাইনের চারটি খুটি ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়ে গেছে। ফলে খাগড়াছড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় পানির জন্য জেলাবাসী হাহাকার করছে।

খাগড়াছড়িতে এমনিতেই শনিবার ও সোমবার সপ্তাহে দু’দিন বিদ্যুৎ বন্ধ থাকে। বিদ্যুতের নতুন তার সংযোগ কাজের জন্য এই দুই দিন বিদ্যুৎ পায় না খাগড়াছড়ি জেলাবাসী।

বিদ্যুতের চরম এ অব্যবস্থাপনা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগি বিদ্যুৎ গ্রাহক খাগড়াছড়িবাসীর ব্যানারে সকল শ্রেণির মানুষ সম্প্রতি শাপলা চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় পাঁচ দফা দাবি নামা তুলে ধরে ৩০মে সময় সীমা বেধে দেন।

Exit mobile version