parbattanews

খাগড়াছড়ি জোনের উদ্যোগে ভাইবোনছড়ায় হেডম্যান ও কার্বারী সম্মেলন

DSC_0264 copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায়  ভাইবোনছড়া ক্যাম্প সংলগ্ন হেডম্যান ও কার্বারীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভাইবোনছড়ার সকল হেডম্যান ও কার্বারীরা  উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ১৪ই বেঙ্গল জোন অধিনায়ক লে. কর্নেল জিএম সোহাগ পিএসসি বলেন, সরকার এ পার্বত্য এলাকার শান্তির জন্য শান্তিচুক্তি করেছেন। শান্তি বজায় রাখতে সকলকে এক সাথে কাজ করতে হবে। এলাকার উন্নয়ন করতে হলে শান্তি খুবই জরুরী। আমরা মানুষ তাই সকলে এক সাথে আনন্দ-বেদনা ভাগাভাগি করতে চাই।

তিনি  হেডম্যান ও কার্বারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করছেন। এ ধারাবাহিকতা রক্ষায় আরও আন্তরিকতার সাথে কাজ করবেন। ক্যাপ্টেন সাইদ যোবায়েদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর রফিকুল ইসলাম, ভাইবোনছড়া কলেজের সভাপতি মংশি মারমা, হেডম্যান ভূমিধর ত্রিপুরা, কংজরী পাড়া মহিলা কার্বারী চাইওয়াং মারমা প্রমুখ।

উন্মোক্ত আলোচানায় বক্তব্য রাখেন অনেকেই। পরে প্রধান অতিথি উপস্থিত হেডম্যান ও কার্বারীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ভাইবোনছড়া নবনির্মিত কলেজ প্রতিষ্ঠায় ঢেউটিন দিয়ে সহায়তা করেন।

Exit mobile version