parbattanews

খাগড়াছড়ি থেকে বিনামূল্যে ঢাকায় আম্রপালি আম পরিবহণ শুরু

সরকারের ‘কৃষক বন্ধু ডাক সেবা’ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি থেকে বিনামূল্যে ঢাকায় মৌসুমী ফল পরিবহণ শুরু হয়েছে।

শুক্রবার(১৯ জুন) সকালে বাংলাদেশ ডাক বিভাগের গাড়িতে করে ঢাকায় পাঠানো হয় ৪ মেট্রিক টন আম্রপালি আম। প্রথমবারের মত খাগড়াছড়ির প্রধান ডাকঘর প্রাঙ্গন থেকে জেলার বিশিষ্ট দু‘জন আম বাগানীর আম ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

কৃষি বিপপন অধিদপ্তরের সহায়তায় এখন থেকে প্রতিদিনই আম্রপালি আম পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিপপন কর্মকর্তা তুষার কান্তি চাকমা।

এদিকে এ ধরণের সরকারি উদ্যোগে খুশি আম বাগানী ও কৃষকরা। এর আগে ডাক বিভাগের পরিবহনে বিনামূল্যে লিচু ঢাকায় পাঠানো হয়।

Exit mobile version