parbattanews

খাগড়াছড়ি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদককে মুক্তি না দিলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ

bangali satro parisod

পার্বত্যনিউজ ডেস্ক:

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক এস.এম মাসুম রানাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে নি:শর্ত মুক্তি দেয়া না হলে ১৬ জুন সোমবার হতে খাগড়াছড়ি পুরো জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচী পালন করবে পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের অধিকার আদায়ে আন্দোলনরত সংগঠন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

বিকালে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচী ঘোষণা করেন সংগঠনের জেলা সভাপতি সাহাজল ইসলাম সজল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল দেবনাথ ও মহালছড়ি উপজেলা সভাপতি মো: শাহাদাত হোসেন। বিক্ষোভ মিছিলটি কলেজ সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, এস.এম মাসুম রানার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এটি পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের অধিকার আদায়ের চলমান আন্দোলনকে থমকে দিতে কুচক্রি মহলের ষড়যন্ত্রের অংশ। পার্বত্য চট্টগ্রামের প্রতিটি খাত উপজাতীয় সশস্ত্র দলগুলো চাঁদাবাজি অব্যাহত রাখলেও সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না।

এছাড়াও পিবিসিপি নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গত ১০ জুন জেলার দিঘীনালা উপজেলায় উপজাতীয় সন্ত্রাসীরা বিজিবি ব্যাটালিয়নে হামলা চালিয়ে বিজিবি’র ২টি অস্ত্র ভেঙ্গে চুরমার করে ৬ বিজিবি সদস্যকে গুরুতর আহত করার পরও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেনি। আদৌ গ্রেফতার করবে কিনা তাও সন্দিহান ! অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি প্রদানে সরকারের নিকট জোর দাবী জানান।

শুক্রবার পিবিসিপি আহুত সড়ক অবরোধ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শিথিলভাবে পালিত হয়েছে। তবে পবিত্র জুম্মা ও শবে বরাতে রাতের আগে এমন অবরোধ ডাকায় অনেককে সমালোচনাও করতে দেখা গেছে।

আগামী ৭২ ঘন্টার মধ্যে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক এস.এম মাসুম রানাকে নি:শর্তে মুক্তি দেয়া না হলে আগামী ১৬ জুন সোমবার হতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচী পালনে খাগড়াছড়িবাসী সহ যানবাহন মালিক সমিতি এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

-প্রেস বিজ্ঞপ্তি 

Exit mobile version