parbattanews

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলের মনোনয়নপত্র সংগ্রহ

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধরণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিএনপি ও অঙ্গ -সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পৌরসভায় আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাই ২২ ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

Exit mobile version