parbattanews

খাগড়াছড়ি মহিলা কলেজে বায়োমেট্টিক পদ্ধতিতে হাজিরা চালু 

খাগড়াছড়ি প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রামে সর্বপ্রথম খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে চালু হয়েছে বায়োমেট্টিক হাজিরা পদ্ধতি। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে বায়োমেট্টিক হাজিরা পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর সবুর খান, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বোধিসত্তা দেওয়ান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজের শিক্ষক জহিরুল ইসলাম জানান, বায়োমেট্টিক হাজিরা পদ্ধতির মাধ্যমে একাদশের ৫৭৬জন এবং দ্বাদশ শ্রেণির ৩২৪জন শিক্ষার্থীর কলেজে গমন ও ত্যাগের তথ্য অভিভাবকসহ কলেজ কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করতে পারবে।

Exit mobile version