parbattanews

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে পাঁচ সাংবাদিক

khagrachari-rc-news-pic

নিজস্ব প্রতিবেদক :

জমে উঠেছে খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইতোমধ্যে প্রার্থীতা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বিগত যেকোন সময়ের চেয়ে এবারের নির্বাচনকে ব্যাতিক্রম হিসেবে দেখছেন জেলার সচেতন মহল।

খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জেলার পাঁচ সিনিয়র সাংবাদিক। এ নিবাচনে পাঁচ সাংবাদিকের প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন জেলা পেশাজীবী সাংবাদিকরা।

খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা-কে চ্যালেঞ্জ করে একই পদে মনোনয়ন পত্র জমা দিয়ে আলোচিত হয়েছেন জিটিভির খাগড়াছড়ি প্রতিনিধি এ্যাড. মো: জসিম উদ্দিন মজুমদার।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শানে আলমের বিরুদ্ধে নির্বাচন করছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো: আজিম-উল-হক। কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন কুমার বড়ুয়া, বাংলাভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্ল ভোটযুদ্ধে রয়েছেন।

খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ৭‘শ ৭৭ জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন বলে জানিয়েছেন  প্রধান নির্বাচন কমিশনার এম রাশেদুল হক।

Exit mobile version