parbattanews

খাগড়াছড়ি সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দীঘিনালায় অপরিবর্তিত

খাগড়াছড়ি জেলা সদরের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালায় অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে দীঘিনালার ছোট মেরুং ও কবাখালী এলাকায় কয়েক শত পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। আশ্রয় কেন্দ্রে রয়েছে ৪৫টি পরিবার।

উপজেলার মেরুং ইউনিয়ন এলাকায় বেইলী ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কবাখালী এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় দীঘিনালা-সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

চিটাগাং পাড়ার বাসিন্দা রুমা বেগম জানান, বন্যার পানিতে বসতবাড়ি তলিয়ে যাওয়ায় তারা স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন।

দীঘিনালা বাস টার্মিনালের শান্তি পরিবহন কাউন্টারের লাইনম্যান মিন্টু চৌধুরী জানান, রাস্তা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে লংগদু থেকে
ছেড়ে আসা শান্তি পরিবহনের বাস দীঘিনালা আসতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন।

এদিকে বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে আসছে।

পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, খাগড়াছড়ির চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যাওয়া আরিফের লাশ এখনো উদ্ধার হয়নি।

Exit mobile version