parbattanews

খাগড়াছড়ি সদর সেনাজোনের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি জোন সদরের উদ্যোগে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ছাত্রছাত্রীদের মাঝে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর জোনের মাঠ প্রাঙ্গণে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের মাঝে এ শিক্ষাসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ে বসবাসরত মানুষদের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যেকোন বিপদে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে এ জোনের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরনের অনুদানমূলক কর্মসূচি জোন কর্তৃক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সদর জোনের উপ-অধিনায়ক মেজর তালুকদার রাব্বী আহমেদ, মেজর মো. শামীম রহমান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, সদর উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

Exit mobile version