parbattanews

খাগড়াছড়ি সদর সেনা জোনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি সদর জোনের (অনন্য ত্রিশ) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রীতিভোজের আয়োজন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সদর জোন মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. আবুল হাসনাত জুয়েল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ডিজিএফআইয়ের ডেট কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম প্রমুখ।

এছাড়াও সেনাবাহিনী-বিজিবি’র কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, খাগড়াছড়ি সদর সেনা জোন এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক, প্রশিক্ষণ ও খেলাধুলায় সফলতা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। মহান স্বাধীনতা এবং সংবিধান রক্ষার আত্মপ্রত্যয়ে উজ্জীবিত ও আত্মত্যাগের মহিমায় উদ্দীপ্ত বিজয়ী খাগড়াছড়ি সদর সেনা জোন (অনন্য ত্রিশ)।

Exit mobile version